দুই ঘণ্টায় ২৫৪ কোটি টাকা লেনদেন ডিএসইতে

সপ্তাহের তৃতীয় দিন প্রথম দুই ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন চলছে নিম্নমুখী সূচক নিয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 07:27 AM
Updated : 24 April 2018, 07:27 AM

মঙ্গলবার দিনের লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও পরে তা কমে যায়; লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও পড়ে যায়।

বেলা ১২টা ৩৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ওই সময়ে ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে দুই ঘণ্টার লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির দাম।

ওই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছিল।

আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ২৭ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৭ হাজার ৮১০ পয়েন্টে।

সিএসইতে তখন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৫২টির, কমে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।