পুঁজিবাজারে তেজিভাব

ফের চাঙ্গাভাবে ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 11:16 AM
Updated : 18 April 2018, 11:16 AM

বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে; বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

টানা কয়েক দিন পতনের পর সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দুই বাজারেই সূচক ও লেনদেন কিছুটা বেড়েছিল। মঙ্গলবার তা আবার পড়ে যায়।

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৬১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৭২ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  ২ হাজার ১৯০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৬৬ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।