৪ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 10:20 AM
Updated : 17 April 2018, 10:20 AM

এগুলো হলো- নর্দান জুট মেনুফ্যাক্চারিং, এম্বি ফার্মাসিউটিক্যালস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ও লিব্রা ইনফিউশনস।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির দাম ১৭ দিনে বেড়েছে প্রায় ৪ শতাংশর বেশি। ২২ মার্চ এই শেয়ারের দাম ছিল ৩৯২ টাকা ৩০ পয়সা, যা ১৬ এপ্রিল বেড়ে ৪০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে।

এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দাম ৬ দিনে বেড়েছে প্রায় ১১ শতাংশর বেশি। ৯ এপ্রিল এই শেয়ারের দাম ছিল ৩৯৩ টাকা ৪০ পয়সা, যা ১৬ এপ্রিল বেড়ে ৪৩৮ টাকা ৮০ পয়সা ।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের দাম ৫ দিনে বেড়েছে প্রায় ১৭ শতাংশর বেশি। ১০ এপ্রিল এই শেয়ারের দাম ছিল ১২৭ টাকা ৮০ পয়সা, যা ১৬ এপ্রিল বেড়ে ১৫০ টাকা ৬০ পয়সা ।

লিব্রা ইনফিউশনস লিমিটেডের দাম ১২ দিনে বেড়েছে প্রায় ১৮ শতাংশর বেশি। ৪ এপ্রিল এই শেয়ারের দাম ছিল ৫৪১ টাকা ৩০ পয়সা, যা ১৬ এপ্রিল বেড়ে ৬৪১ টাকা ।

এভাবে শেয়ারের দাম বাড়াকে অযৌক্তিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কারণ জানতে চায়।

জবাবে চার কোম্পানিই জানিয়েছে, শেয়ারের দর এই বৃদ্ধির পেছনের তাদের কাছে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।