সোয়া দুই ঘণ্টায় ২৬৫ কোটি টাকা লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে  নিম্নমুখী সূচক নিয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 07:02 AM
Updated : 16 April 2018, 07:15 AM

সোমবার লেনদেনের শুরুর পর থেকেই সূচক উত্থান-পতনের মধ্যে দিয়ে বাজার এগোতে থাকে। কিন্তু সার্বিক প্রবণতা ছিল নিম্নমুখী।  

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা ১২ টা ৪৩ মিনিট পর্যন্ত ২৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। ওই সংয় পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দাম।

সে সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে অবস্থান করছিল ৫ হাজার ৭৩২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সার্বিক সূচক (সিএএসপিআই) আগের দিনের চেয়ে ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৭ হাজার ৬৭৮ পয়েন্টে।

ওই সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৪২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দর।