‘এখন আর ফাটকা বাজার নয়’

এক সময় পুঁজিবাজারকে ফাটকা বাজার বলে সমালোচনার মুখে পড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখন বলছেন, ওই অবস্থার পরিবর্তন ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 05:43 PM
Updated : 10 April 2018, 05:43 PM

মঙ্গলবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সরকারের প্রাপ্য নগদ লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মুহিত বলেন, “ক্যাপিটাল মার্কেটটা অনেকদিন ফাটকা বাজার হিসেবে কাজ করেছে। ২০১০ সালে শুরু হয়ে ১১ তে প্রচণ্ড আকার দেখা যায়।

“এর পর সংস্কারের কাজ শুরু করি, বিএসইসি প্রায় ৬ বছর অপরিবর্তিত আছে, এবার পরিবর্তন করতে হবে আইনমতো করতে হবে। এ ছয় বছর বাজারটাকে সংস্কারের কাজে লিপ্ত থাকে।”

বিএসইসির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, “বাজার এখন এমন অবস্থায় আছে, সেটাকে আর ফাটকা বাজার বলা যাবে না। 

“তবে এই বাজারে উত্থান-পতন হয়, যে কোনো বাজারে হয়। আকস্মিক এ ধরনের বড় উত্থান-পতন খুবই খারাপ, সেটা হওয়ার এখন সুযোগ নেই। বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সে সম্ভাবনা নেই।”