দুই বাজারে সূচকের পতন

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 10:47 AM
Updated : 10 April 2018, 10:49 AM

সূচক বৃদ্ধিতে দিনের লেনদেন শুরু হলেও শেষ হয় পতনে।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৪৫ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছ ৩২টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৩৬০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ২৮ লাখ টাকা বেড়ে ৪৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৫২ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে।