নেতিবাচক সূচক পুঁজিবাজারে

টানা তিন দিন ঊর্ধ্বগতিতে থাকার পর সপ্তাহের তৃতীয় দিন নিম্নমুখী সূচকে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 10:54 AM
Updated : 3 April 2018, 10:54 AM

মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক পতনের পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে একহাজার ৩৫০ পয়েন্টে রয়েছে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ২২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ২১৮ টির ও অপরিবর্তিত রয়েছ ২৭ টির।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৫৬ কোটি ২৭ লাখ টাকা কমে ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩২ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করছে।