ব্যাংকের জন্য বড় ছাড়ে চাঙা পুঁজিবাজার

ব্যাংকগুলোর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বড় ছাড়ের ঘোষণা দেওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো চাঙা রয়েছে পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 11:18 AM
Updated : 2 April 2018, 11:18 AM

সপ্তাহের দ্বিতীয় দি‌ন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৩৯ শতাংশ বা প্রায় ৮০ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৭৬ পয়েন্ট বেড়েছে।

আগে দিন ডিএসইএক্স প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পায়। রোববার ডিএসইএক্স দুই দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ১৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ২০১৫ সালের ২৫ মে ডিএসইএক্স বেড়েছিল দুই দশমিক ৯১ শতাংশ। 

বর্তমানের থেকে দ্বিগুণ পরিমাণ সরকারি আমানত বেসরকারি ব্যাংকগুলোতে রাখা হবে- অর্থমন্ত্রীর এমন ঘোষণার মধ্যে রোববার দেশের দুই পুঁজিবাজারে বড় ধরনের সূচকের বড় উল্লম্ফন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় দি‌নে সোমবার ডিএসইএক্স এক দশমিক ৩৯ শতাংশ বা প্রায় ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৭৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৮০ পয়েন্ট।

তারল্য সংকটের কারণে বাজারে চলমান দরপতনের মধ্যে শুক্রবার ব্যাংক মালিক ও শীর্ষ ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী।

এরপর রোববার সকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখা হবে, যা এখন ২৫ শতাংশ রাখা হয়।  ‘অতিদ্রুতই’ সরকারের এই সিদ্ধান্ত কাযকর হবে।

পরে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৫ শতাংশ করারও ঘোষণা দেন তিনি।

সোমবার সকাল থেকে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয় ঢাকার বাজারে; সিংহভাগ শেয়ারের দর বাড়তে শুরু করে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৭১ টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪ টির দর।

ডিএসইতে এদিন ৫৯৯ কোটি টাকার ৬৬ লাখ লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা বে‌শি।