৩০% নগদ লভ্যাংশ ঘোষণা ডাচ-বাংলা ব্যাংকের

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 04:31 PM
Updated : 29 March 2018, 04:31 PM

বৃহস্পতিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এই সাধারণ সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংক ২০১৭ সালের জন্য এর সম্মানিত শেয়ারহোল্ডারদেরকে ৩০% নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়।”

চলতি বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২.৩ টাকা, যা আগের বছর ছিল ৮.৯ টাকা।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আবেদুর রশিদ খান, মো. ফখরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন ভূইয়া, ও মোহা. খোরশেদ আলম সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ কোটি টাকা, যা আগের বছরে ছিল ২ হাজার ৬৪৭ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১৭.৮ শতাংশ।

২০১৭ সালে এই ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ২ হাজার ৭২ কোটি টাকা, যা আগের বছর ছিল ১ হাজার ৭৩৩ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৯.৫ শতাংশ।

নিরীক্ষিত হিসাবের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কর ধরে ব্যাংকটি ২০১৭ সালে ৫২৯ কোটি টাকা নিট মুনাফা করেছে; যা আগের বছর ছিল ৩২৩ কোটি টাকা। কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ ২৪৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ১৭৭ কোটি টাকা।