দেড় মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় ধরনের উত্থান হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 09:59 AM
Updated : 29 March 2018, 09:59 AM

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

প্রায় দেড় মাসের মধ্যে ডিএসইক্সের সর্বোচ্চ উত্থান এটা। এর আগে ১১ ফেব্রুয়ারি ডিএসইতে সূচক বেড়েছিল ২ দশমিক ১৫ শতাংশ।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩১৪ পয়েন্টে রয়েছে এবং ডিএস৩০ সূচক ৫০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ৩৮ লাখ টাকা বেড়ে ৬৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৭৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।