২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৩৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় দিন দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 07:41 AM
Updated : 20 March 2018, 07:42 AM

মঙ্গলবার লেনদেনের প্রথম ২ ঘণ্টায় দুই পুঁজিবাজারেই বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

বেলা ১২টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ১৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৭ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।