দরপতনের ধারায় লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন শেয়ারের মূল্যসূচকের নেতিবাচক গতিতে চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 07:12 AM
Updated : 19 March 2018, 07:12 AM

সোমবার লেনদেন শুরুর পর প্রথম ২ ঘণ্টায় দুই পুঁজিবাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। তবে লেনদেনের গতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি।

বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে একহাজার ৩৩৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০১ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫০৯ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।