ডিএসইতে ২ ঘণ্টায় লেনদেন ১১২ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিন মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 07:11 AM
Updated : 18 March 2018, 07:11 AM

রোববার প্রথম ২ ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

এদিন বেলা ১২টা ৩৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬২২ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।