২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৫৩ কোটি টাকা

সপ্তাহের শেষ দিন মূল্য সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 07:35 AM
Updated : 15 March 2018, 07:35 AM

বৃহস্পতিবার প্রথম ২ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

এদিন বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৯ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।