ডিএসইতে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে; সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 11:01 AM
Updated : 13 March 2018, 11:01 AM

মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে এবং শেষ পর্যন্ত সূচক নেতিবাচক রেখেই লেনদেন শেষ হয়।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ২২ জুন সর্বনিম্ন সূচক ছিল ৫ হাজার ৫৯৯ পয়েন্ট।

এদিকে অব্যাহত দরপতনের মঙ্গলবার ডিএসইর সামনে বিক্ষোভ দেখায় বিনিয়োগকারীরা।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৯২ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৯১টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৩৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২১ দশমিক ৯০ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৮ লাখ টাকা কমে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৬১ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে।