ডিএসইতে ২০ মাসের মধ্যে কম লেনদেন

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে সূচকে বড় পতন হয়েছে; সেই সাথে লেনদেনও কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 09:52 AM
Updated : 11 March 2018, 11:12 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের (বৃহস্পতিবার) চেয়ে ৩৭ কোটি ১৭ লাখ টাকা কম।

এই লেনদেন গত ২০ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০১৬ সালের ১০ জুলাই। সেদিন লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা ।

রোববার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে, যা দিনের লেনদেনের শেষপর‌্যন্ত ছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৩৬৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৩২ লাখ টাকা কমে ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।