ডিএসইতে ২ ঘণ্টায় ১১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম দিন দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে সূচক পতনের মধ্যে দিয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 09:04 AM
Updated : 11 March 2018, 09:04 AM

রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

এদিন বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ওই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছিল তখন।

আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৭ হাজার ৯১২ পয়েন্টে।

তখন পর্যন্ত সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৩টির দর বেড়েছে, ১১৯টির কমেছে এবং ১১টির দার অপরিবর্তিত রয়েছে।