দিন শেষে ডিএসইর লেনদেন ২৭৩ কোটি টাকা

সপ্তাহের শেষ দিন দেশের পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 10:25 AM
Updated : 8 March 2018, 10:25 AM

বৃহস্পতিবার লেনদেন শুরুর পৌনে একঘণ্টায় সূচক সামান্য বাড়লেও পরে পতনের ধারা চলতে থাকে। তবে শেষ ঘণ্টায় একটু বেড়ে শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখে পুঁজিবাজারের দিন শেষ হয়।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৭৩ কোটি টাকা ৯১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩১ কোটি ৮১ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৭৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯ কোটি ১৯ লাখ টাকা কমে ২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২১৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ১৩৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার পয়েন্টে অবস্থান করছে।