নতুন মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাসের খসড়া অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 12:38 PM
Updated : 7 March 2018, 12:38 PM

বুধবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাক। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা বাংলাদেশ কমার্স ব্যাংক এবং সম্পদ ব্যবস্থাপক ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড; ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।