ধসের পরদিন দুই ঘণ্টায় ২১২ কোটি টাকার লেনদেন

আগের দিন বড় ধসের পর সপ্তাহের তৃতীয় দিন দুই  ঘণ্টার লেনদেনে দেশের পুঁজিবাজারের সূচকে সামান্য উন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 08:39 AM
Updated : 6 March 2018, 08:54 AM

মঙ্গলবার বেলা ১২ টা ৩৯ মিনিট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে।

ওই সময় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৩৪ লাখ টাকা।

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ওই সময় পর্যন্ত ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছিল। আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৮ হাজার ৩২ পয়েন্টে।

আর সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৭টির দর বাড়ে, ৫৭টির কমে এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।

এ সপ্তাহের রোববার পর্যন্ত টানা চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ১১২ পয়েন্ট বাড়ার পর সোমবার বড় ধস নামে। এক দিনেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট হারায়। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে যায়।