দরপতনে লেনদেন চলছে পুঁজিবাজারে

টানা চার দিন চাঙ্গাভাবের পর সপ্তাহের দ্বিতীয় দিন দরপতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 07:35 AM
Updated : 5 March 2018, 07:36 AM

সোমবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।

বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১৮ লাখ টাকা।

ওই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ওই সময় পর্যন্ত ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছিল। আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৮ হাজার ৬৩ পয়েন্টে।

ওই সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৪২টির দর বাড়ে, ১২৪টির কমে এবং অপরিবর্তিত ছিল ২১ টির দর।

টানা সাত দিন পতনের পর গত সপ্তাহের মাঝামাঝি পর্যায়ে এসে ঘুরে দাঁড়ায় দেশের পুঁজিবাজার। এরপর গত মঙ্গলবার থেকে এ সপ্তাহের রোববার পর্যন্ত টানা চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ১১২ পয়েন্ট বাড়ে।