তিন ঘণ্টায় ডিএসইতে ২১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2018, 07:52 AM
Updated : 28 Feb 2018, 07:52 AM

বুধবার লেনদেনের প্রথম তিন ঘণ্টায় সূচকের সঙ্গে বেড়েছে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

ওই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তখন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ৭৭টির কমেছে এবং ৫০টির দাম অপরিবর্তিত ছিল।

বেলা ১২টা ৫৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল প্রায় এক হাজার ৩৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক সাড়ে ১৩.১৭ পয়েন্ট বেড়ে ছি ২ হাজার ১৫৪ পয়েন্টে।

টানা সাতদিন পতনের পর মঙ্গলবার  ঘুরে দাঁড়ায় দেশের দুই পুঁজিবাজারের সূচক। ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে দিন শেষ করে।

এর আগে সোমবার পর্যন্ত সাত কার্যদিবস ডিএসই সূচক প্রায় সাড়ে ৫ শতাংশ কমে পাঁচ হাজার ৭৭৪ পয়েন্টে নেমে আসে।

এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে এসে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।

মঙ্গলবার থেকে পুঁজিবাজার ভাল হবে বলে আশ্বাস দেন তিনি। তার ওই আশ্বাসের পর মঙ্গলবারই বাজারের সূচক আবার উঠতে শুরু করে।