দুই ঘণ্টার লেনদেনে সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন প্রথম ২ ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 07:24 AM
Updated : 22 Feb 2018, 07:24 AM

বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও ১০ মিনিটের মাথায় তা কমতে শুরু করে।

বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমে যায়।

ওই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বাড়ে ৯৬টির, কমে ১৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ওই সময় পর্যন্ত আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছিল।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ২৪ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৮ হাজার ২৩২ পয়েন্টে।

ওই সময়ে ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয় সিএসইতে। লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৫৮টির, কমে ৭৬টির এবং অপরিবর্তিত থাকে ৩২টির দাম।