দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২০৯ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিন দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 07:23 AM
Updated : 18 Feb 2018, 07:23 AM

রোববার প্রথম দুই ঘণ্টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

এদিন বেলা ১২টা ৩১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ দশমিক ৬২ পয়েন্ট কমে ২ হাজার ২০৯ পয়েন্টে নেমেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।