আড়াই ঘণ্টায় লেনদেন ২৯৯ কোটি টাকা

সপ্তাহের শেষ দিনে শেয়ারের মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 07:41 AM
Updated : 15 Feb 2018, 07:41 AM

বৃহস্পতিবার প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে ঢাকা ও চট্টগ্রাম- দুই শেয়ারবাজারেরই সূচক কমার পাশাপাশি লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও কমেছে।

বেলা ১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় এক হাজার ৪০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৯ পয়েন্টে।

আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিকে ১টা নাগাদ সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৪ পয়েন্টে।

এসময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।