ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 09:49 AM
Updated : 14 Feb 2018, 09:49 AM

মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকেই দেশের দুই পুঁজিবাজারেই সূচকের ঊর্ধ্বগতি চলতে থাকে; পরে বাড়ার গতি কমলেও শেষ পর্যন্ত ইতিবাচকভাবে লেনদেন শেষ হয়।  

এনিয়ে চলতি এই সপ্তাহের চার দিনের মধ্যে তিন দিন সূচক বাড়ল পুঁজিবাজারে। মঙ্গলবার সূচকের সঙ্গে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬২১ কোটি টাকা ১৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৪১০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৯ কোটি ৬ লাখ টাকা কমে ২৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ২০ টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৫০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে।