দরপতনে লেনদেন শেষ পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 10:25 AM
Updated : 12 Feb 2018, 10:26 AM

সোমবার দিনের লেনদেন শুরুর পর প্রথম আধঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক কিছুটা বাড়লেও পরে দরপতন চলতে থাকে। মাঝে কিছুক্ষণ সূচক ইতিবাচক থাকলেও দিন শেষে নেতিবাচকভাবেই লেনদেন শেষ হয়।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৮৬ কোটি টাকা ৬৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট কমে প্রায় একহাজার ৪০৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৭৮ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।

দরপতনের বিষয়ে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই দিনে সূচক বেড়েছিল, বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। অনেক বিনিয়োগকারী মুনাফায় ছিলেন, যারা শেয়ার বিক্রি করে দিয়েছেন বলে বিক্রির চাপে শেয়ারের দাম কমেছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমে ২০ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৯২ পয়েন্টে অবস্থান করছে।