দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৫০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 07:13 AM
Updated : 12 Feb 2018, 09:42 AM

সোমবার প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারের মূল্য সূচক কমার পাশাপাশি লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও কমেছে।

বেলা ১২টা ৩৫মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় এক হাজার ৪০৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১২ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে নেমেছে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।