ভিআইপিবি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ভিআইপিবি গ্রোথ ফান্ড নামে একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 11:54 AM
Updated : 6 Feb 2018, 11:54 AM

মঙ্গলবার কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রার ২০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। বাকি ১৮ কোটি বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানি।

বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়নকারী কোম্পানি ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার্স বাংলাদেশের সহযোগী কোম্পানি হল ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

এই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি বিনিয়োগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে নিজেদের ‘প্রথম সারির’ বলে তাদের ওয়েবসাইটে দাবি করছে।

ভিআইপিবি গ্রোথ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্রাক ব্যাংক লিমিটেড।