বছরের সর্বোচ্চ বৃদ্ধি ডিএসই সূচকে

টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 10:04 AM
Updated : 6 Feb 2018, 10:33 AM

মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

একদিনের হিসাবে এই বৃদ্ধি একবছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ৮ ডিসেম্বর ডিএসইএক্স সূচক বেড়েছিল ১ দশমিক ৭৮ শতাংশ।

আগের পাঁচ দিনের টানা দরপতনে সূচক পৌঁছে গিয়েছিল গতবছরের অগাস্টের পর্যায়ে।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকে সূচক বাড়তে থাকে যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দুই বাজারেই লেনদেনে থাকা বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বড়েছে।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৮৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকা ৮৪ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি ৫৮ লাখ টাকা কমেছে।

লেনদেনে অংশ নেওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত রয়েছ ২৩টির।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা কমে ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৩ টির ও অপরিবর্তিত রয়েছে ২৩ টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৪৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে।