টানা দরপতনে ডিএসই সূচক পিছিয়ে গেছে ছয় মাস

টানা পঞ্চম দিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমে এসেছে ছয় মাস আগের পর্যায়ে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 09:51 AM
Updated : 5 Feb 2018, 02:07 PM

আগের দিনের মতই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ারের দাম কমেছে সোমবার।

দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৮৮ পয়েন্ট কমে ১৮ হাজার ১৩০ পয়েন্ট হয়েছে।

সপ্তাহের প্রথম দিন রোববার বড় ধসে এক দিনেই ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে যায় ডিএসইএক্স, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পতন।

এর আগে ২০১৫ সালের ২৬ এপ্রিল ডিএসইএক্স ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে নেমে গিয়েছিল।

সোমবার লেনদেন শুরুর পর সূচক সামান্য বাড়লেও পরে হুড়মুড় করে পড়তে শুরু করে। ১০টা ৫২ মিনিটে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১.৯৮ শতাংশ।

সোয়া ১১টার দিকে আবার খানকিটা বেড়ে ফের সূচক কমতে শুরু করে। এই ধারা চলে পৌন ১২টা পর্যন্ত। তারপর ওঠানামার মধ্যে দিয়ে ৬ হাজার ৮৬৯ পয়েন্টে লেনদেন শেষ হয়।

এই পতন আগের দিনের তুলনায় কম হলেও গত পাঁচ দিনের টানা দরপতনে সূচক পৌঁছে গেছে গতবছরের অগাস্টের পর্যায়ে। ২৩ অগাস্ট এ বাজারের প্রধান সূচক ছিল ৫ হাজার ৮৫৫ পয়েন্টের ঘরে। কেবল এ বছরই ডিএসইএক্স হারিয়েছে ৬ শতাংশ পয়েন্ট।    

সোমবার ডিএসইতে ৪৪০ কোটি টাকা ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৫১ লাখ টাকা বেশি।

এ বাজারে লেনদেনে থাকা ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৮টির দাম।

লেনদেনের ভিত্তিতে ডিএসইতে হাতবদল হওয়া ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, রেনেটা, আলিফ ইন্ডান্ড্রিজ ও বিডি ফাইন্যান্স। 

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনারগাঁ টেক্সটাইল, ইসলামি ইন্সুরেন্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌, সেলভো কেমিক্যাল, লিব্রা ইনফিউশনস, সামিট এলায়েন্স পোর্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী ইন্সুরেন্স কোম্পানি, ট্রাস্ট ব্যাংক এবং ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স, কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানি, সমতা লেদার কমপ্লেক্স এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ।

দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা কমেছে। ১৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এ বাজারে।

লেনদেনে থাকা ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২৫ টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর।