পুঁজিবাজারে সূচকের উন্নতি

সপ্তাহের দ্বিতীয় দিন প্রথম আড়াই ঘণ্টায় পুঁজিবাজারের মূল্য সূচক আগের দিনের চেয়ে কিছুটা নেতিবাচক হলেও প্রথম ঘণ্টার পর থেকে উর্ধ্বমুখী রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 07:25 AM
Updated : 5 Feb 2018, 07:36 AM

সোমবার বেলা ১টা ৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। প্রথম ঘণ্টায় এই সূচক নেমেছিল ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ৫ হাজার আটশোর ঘরের নিচে নেমেছিল।

এই আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।  ৩৩২টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১ পয়েন্টে। প্রথম ঘণ্টায় সিএসইতে সূচক নেমেছিল ২০৮ পয়েন্ট।

রোববার প্রায় তিন বছরের মধ্যে সূচকের বড় পতন ঘটে ডিএসইতে। ডিএসইএক্স ১৩৩ পয়েন্টের বেশি বা ২ দশমিক ১১ শতাংশ কেমে গিয়ে দাঁড়ায় ৫৮৮৮ পয়েন্টে। গত প্রায় তিন বছরে বছরের মধ্যে সূচকের এত বড় পতন দেখা যায়নি।

এ নিয়ে টানা পাঁচদিনের মত সূচকের পতন চলছে।

বড় পতনের পর সোমবার দিনের শুরুতে সামান্য ইতিবাচকভাবে শুরু হলেও তা পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ২২ মিনিটের মধ্যে ডিএসইএক্স ১১৬ পয়েন্টের বেশি কমে নেমে ৫৭৭১ পয়েন্টে। তবে দ্বিতীয় ঘণ্টা শেষে সূচকের কিছু উন্নতি হয় ।

ব্যাংক আমানতে সুদের হার বৃদ্ধি, মুদ্রানীতি, ব্যাংক আমানত-ঋণের (এডি) অনুপাত কমানো নিয়ে গত কিছুদিন ধরেই বাজার ধুঁকছিল।

এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারন হওয়ার পর রাজনৈতিক অবস্থা কি হতে পারে সে শঙ্কা বিনিয়োগকারীদের রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

রোববার পর্যন্ত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনেই ডিএসইএক্স কমেছে প্রায় ৩২৭ পয়েন্টের বেশি। গত একমাসে সূচক কমেছে প্রায় ৪০০ পয়েন্ট।

সিএসইতে হাতবদল হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। লেনদেন হয়েছে সাড়ে ৯ কোটি ৬০ লাখ টাকার ।