ব্যাপক দরপতনের ধারা পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনের ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 06:53 AM
Updated : 4 Feb 2018, 08:05 AM

রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসএক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বা সোয়া শতাংশের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রায় সমপরিমাণ সূচকের পতন হয়েছে; সঙ্গে দুই বাজারেই লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। 

বেলা সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ১৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসময়ে হাতবদল হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৭৪টির, বেড়েছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক প্রায় ২২ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময়ে ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে।