’৯৬ এর শেয়ার কেলেঙ্কারির আরও ১০ আসামি খালাস

১৯৯৬ সালের  শেয়ার কেলেঙ্কারির আরও ১০ আসামি খালাস পেয়েছেন আদালতের রায়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 05:23 PM
Updated : 1 Feb 2018, 05:23 PM

শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ বৃহস্পতিবার দুটি মামলায় আসামিদের খালাসের রায় দেন।

আসামিদের মধ্যে আটজন ব্যক্তি, বাকি দুটি প্রতিষ্ঠান।

একটি মামলায় খালাসপ্রাপ্তরা হলেন হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান ও এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ।

অন্য মামলায় খালাস পেয়েছেন এম জে আজম চৌধুরী, শহীদুল্লাহ, মাহবুব আহমেদ ও সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের কপি হাতে পাওয়ার পরে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হবে।”

১৯৯৬ সালের কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক শোরগোলের পর ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে বিএসইসি।

তার বিচারে ট্রাইব্যুনাল গঠনের প্রায় আড়াই বছরে এই পর্যন্ত ৬টি মামলার রায় হয়েছে। তাতে আসামিরা খালাস পেয়েছেন।