দরপতনে লেনদেন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে শেয়ারের মূল্য সূচকের পতনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 10:48 AM
Updated : 1 Feb 2018, 10:49 AM

বৃহস্পতিবার দিন শুরুর পর ১০ মিনিট দুই স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বাড়লেও দিন শেষে সূচক নেতিবাচক রেখে লেনদেন শেষ হয়।   

এদিন দুই বাজারেই লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। তবে ওষুধ ও বীমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৯ কোটি টাকা ৪৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৪২ কোটি ৮১ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭, কমেছে ১৫১ টির ও অপরিবর্তিত রয়েছ ৪৮ টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৯৭ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ ১১ দশমিক ০২ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২২৭ পয়েন্টে ঠেকেছে ।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭৬ কোটি ৯৬ লাখ টাকা বেড়ে ১২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে।