মুদ্রানীতির প্রশংসায় ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঘোষিত মুদ্রানীতিকে সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ‘সময়োপযোগী ও দিক-নির্দেশনা মূলক’ বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 02:25 PM
Updated : 31 Jan 2018, 02:25 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত মুদ্রনীতির ফলে কর্পোরেট গ্রাহক ও প্রবাসী বাংলাদেশিদের কাছে পুঁজিবাজার ‘আরও গ্রহণযোগ্য ও বিনিয়োগের জন্য আকর্ষণীয়’ বিবেচিত হবে।

বিনিয়োগ সহায়ক পরিবেশ বজায় রাখতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্থবছরের প্রথমার্ধের ১৬ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ দশমিক ৮ শতাংশ করে গত সোমবার অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ আশা করছে, ঘোষিত মুদ্রানীতি পুঁজিবাজারের সম্প্রসারণ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পোরেট গ্রাহকদের মেয়াদী বিনিয়োগ অর্থায়নে ব্যাংকগুলোর ওপর অতি নির্ভরতা কমিয়ে তার বদলে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহে উৎসাহ ও সহায়তা দিতে ব্যাংকগুলোকে সক্রিয় করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আকর্ষণে ব্যাংকগুলোর আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও  ঢাকা স্টক এক্সচেঞ্জ মনে করছে।