বিএসইসির নির্দেশনা লঙ্ঘন করায় ৩ ব্রোকারেজকে জরিমানা

তিন ব্রোকারেজ হাউজকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 03:23 PM
Updated : 30 Jan 2018, 03:23 PM

কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- হাবিবুর রহমান সিকিউরিটিজ, স্টক অ্যান্ড বন্ড ও উইফাং সিকিউরিটিজ।

হাবিবুর রহমান সিকিউরিটিজ ও স্টক অ্যান্ড বন্ডকে এক লাখ টাকা করে এবং উইফাং সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাবিবুর রহমান সিকিউরিটিজ থেকে নগদ হিসাবে মার্জিণ ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে মার্জিন রুলস লংঘন করা হয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিণ ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে ব্রোকারেজটি।

স্টক অ্যান্ড বন্ড চুক্তি ছাড়া মার্জিন ঋণ সুবিধা দিয়েছে। এই ব্রোকারেজটিও ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ দিয়ে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে।

এছাড়া উইফাং সিকিউরিটিজ ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে অর্থ সমন্বয় সুবিধা দেওয়ার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে।

‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে এটিও।