বসুন্ধরা পেপারসের আইপিও অনুমোদন

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে বসুন্ধরা পেপারসকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 03:16 PM
Updated : 30 Jan 2018, 03:16 PM

কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে মঙ্গলবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে বসুন্ধরা পেপারস মিলসের কাট-অফ প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়েছে। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহ করা হবে।

বসুন্ধরা পেপারসের ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুন পূণমূল্যায়নজনিত উদ্বৃত্তসহ নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ৩০.৪৯ টাকা, যা পূণমূল্যায়ন ছাড়া ১৫.৭৯ টাকা।