বসুন্ধরা পেপারসে বিনিয়োগকারীদের শোকজ করবে বিএসইসি

বসুন্ধরা পেপারসের কাট-অফ প্রাইস বেশি দরে বিড করায় বিনিয়োগকারীদেরকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 03:14 PM
Updated : 30 Jan 2018, 03:14 PM

কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টক এক্সচেঞ্জের চাহিদা অনুযায়ী বসুন্ধরা পেপারসের বিডিংয়ে কাট-অফ প্রাইস ৮০ বা এর চেয়ে বেশি দরে বিড করা যেসব বিনিয়োগকারী বিডিং মূল্যের যৌক্তিকতা বিশ্লেষণীসহ যথাযথভাবে দিতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে।

তাদেরকে কেন যোগ্য বিনিয়োগকারী থেকে অযোগ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এই কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

বসুন্ধরা পেপার মিলসের কাট-অফ প্রাইস ৮০ টাকা নির্ধারিত হয়েছে। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস।