গ্রামীণফোনের মোট ২০৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 05:20 AM
Updated : 30 Jan 2018, 06:07 AM

এ নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জন্য মোট ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

১০০ শতাংশ নগদ লভ্যাংশ মানে প্রতি শেয়ারে ১০ টাকা নগদ ।

এর আগে প্রথম ৬ মাসে কোম্পানিটি ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা বিনিয়োগকারীদের হিসাবে বিতরণ করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৬ টাকা ০১ পয়সা । শেয়ার প্রতি তারল্য প্রবাহ হয়েছে ৪২ টাকা ৭৯ পয়সা ।

আগের বছর কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা। সে হিসেবে শেয়ারপতি মুনাফ বেড়েছে প্রায় ২২ শতাংশ।

এছাড়া শেয়ারপ্রতি সম্পদ ৫ শতাংশ ও শেয়ারপ্রতি তারল্য প্রবাহ বেড়েছে প্রায় ২৫ শতাংশ ।

লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। কোম্পানিটির এজিএম আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ তথ্য অনুয়ায়ী, মঙ্গলবার ডিএসইতে সকাল ১০টা ৩৪ মিনিটে গ্রামীণফোনের শেয়ার ৫০৮ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল, যা আগের দিনের সমাপনী দরের চেয়ে ২ টাকা ১০ পয়সা কম।