দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২০৫ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় দিনে পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 07:43 AM
Updated : 29 Jan 2018, 08:01 AM

সোমবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচকের ঊর্ধ্বগতির সঙ্গে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

এদিন বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে একহাজার ৪২৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৯ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।