আরএকে সিরামিকসের ২০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 06:57 AM
Updated : 29 Jan 2018, 07:10 AM

এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস হিসেবে দেওয়া হবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

আগের দিন আরএকে সিরামিকসের (বাংলাদেশ) পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

১০ শতাংশ নগদ লভ্যাংশ মানে প্রতি শেয়ারে ১ টাকা নগদ; আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ মানে প্রতি ১০টি শেয়ারে একটি নতুন শেয়ার ।

গত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ২৫ পয়সা ।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি; কোম্পানিটির এজিএম আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৭২ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার আছে পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৪ দশমিক ৭৮ শতাংশ, বিদেশিদের হাতে আছে দশমিক শূন্য ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ১৩ দশমিক ১২ শতাংশ।

সোমবার বেলা ১১টা ৬ মিনিটে ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৫৭ টাকায় লেনদেন হচ্ছিল, যা আগের দিনের দরের চেয়ে ২০ পয়সা কম ।