ইফাদ অটোস, আজিজ পাইপসের মুনাফা বেড়েছে

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস্‌ ও আজিজ পাইপসের মুনাফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 12:18 PM
Updated : 28 Jan 2018, 12:18 PM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলির অক্টোবর-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাকি দুই কোম্পানি হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ও বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস।

এই তিন মাসে ইফাদ অটোস্‌ আগের বারের চেয়ে ২১ শতাংশ বেশি মুনাফা করেছে; অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। ৬ মাসে মুনাফা হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা।

আজিজ পাইপস আগের বারের চেয়ে ৫৩ শতাংশ বেশি মুনাফা করেছে; অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ২৬ পয়সা; ৬ মাসে মুনাফা হয়েছে ৩৭ পয়সা ।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ৭৯ শতাংশ কম মুনাফা করেছে; অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ২২ পয়সা; ৬ মাসে মুনাফা হয়েছে ১ টাকা ১১ পয়সা ।

বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস তাদের দ্বিতীয় প্রান্তিকে আগের বারের চেয়ে ২৮ শতাংশ কম মুনাফা করেছে; অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ৪৩ পয়সা; ৬ মাসে মুনাফা হয়েছে ৮৫ পয়সা।