বস্ত্র খাতের সাত কোম্পানির ৩টি মুনাফায়

গত বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাতটি কোম্পানির মধ্যে তিনটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 11:22 AM
Updated : 28 Jan 2018, 11:22 AM

বাকি কোম্পানিগুলোর মধ্যে তিনটির মুনাফা কমেছে এবং একটি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার প্রকাশিত কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে মতিন স্পিনিং মিলসের মুনাফা আগের বারের চেয়ে প্রায় ৮৮ শতাংশ বেড়ে ৯০ পয়সা হয়েছে; ছয় মাসে মুনাফা হয়েছে ১ টাকা ৪৪ পয়সা ।

এই সময়ে ইভিন্স টেক্সটাইলের মুনাফা প্রায় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৩ পয়সা; ছয় মাসে মুনাফা হয়েছে ৭৯ পয়সা।

তিন মাসে আর্গন ডেনিমসের মুনাফা ১৭ শতাংশ বেড়ে ১ টাকা ৪ পয়সা; আর ৬ মাসে মুনাফা হয়েছে ১ টাকা ৯৫ পয়সা।

এসময়ে আল-হাজ্ব টেক্সটাইলসের মুনাফা প্রায় ৬৭ শতাংশ কমে হয়েছে ১৬ পয়সা; ৬ মাসে মুনাফা হয়েছে ৩৭ পয়সা।

শাশা ডেনিমসের মুনাফা ১২ শতাংশ কমে হয়েছে ১ টাকা ২৭ পয়সা আর ৬ মাসে মুনাফা হয়েছে ২ টাকা ৪১ পয়সা ।

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের মুনাফা প্রায় ৬৯ শতাংশ কমে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২৪ পয়সা হয়েছে; ৬ মাসে মুনাফা হয়েছে ৫৩ পয়সা।

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌ আগের বারের সমান মুনাফা করেছে। অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ২১ পয়সা; ৬ মাসে হয়েছে ৪৮ পয়সা।