দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৮০ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিন শেয়ারের মূল্য সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 07:43 AM
Updated : 28 Jan 2018, 07:43 AM

রোববার লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায় দুই স্টক এক্সচেঞ্জেই এক শতাংশের মতো প্রধান মূল্য সূচকের পতনের পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

বেলা ১২টা ৩২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে একহাজার ৪১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ২৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ২৮১ পয়েন্টে নেমেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৯৭ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।