যমুনা ও ফরচুন সুজের মুনাফা বেড়েছে

জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানি ও চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজের মুনাফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 11:15 AM
Updated : 25 Jan 2018, 11:15 AM

গত বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০১৭-১৮ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে যমুনা অয়েল শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৬ টাকা ৮৫ পয়সা আগের বছর এসময় এটির মুনাফা ছিল ৬ টাকা ০৩ পয়সা। সে হিসেবে মুনাফা বেড়েছে প্রায় ১৩ দশমিক ৬০ শতাংশ ।

তবে অর্থ বছরের প্রথম ছয় মাসে যমুনার মুনাফা কমেছে। জুলাই-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ১২ টাকা ৮ পয়সা, যা আর আগের বছর ছিল ১২ টকা ৪৬ পয়সা ।

এদিকে ২০১৭-১৮ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে ফরচুন সুজ শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর ছিল ৪৬ পয়সা। সে হিসেবে মুনাফা বেড়েছে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ ।

জুলাই-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ৯১ পয়সা, যা আর আগের বছর ছিল ৮২ পয়সা ।