নিম্নমুখী সূচকে লেনদেন

চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস সূচক টানা বাড়ার পর কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2018, 09:56 AM
Updated : 24 Jan 2018, 12:54 PM

চতুর্থ কার্যদিবস বুধবার দিন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্য সূচক ও লেনদের আগের দিনের চেয়ে কমেছে: সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর সূচক কিছুটা বাড়লেও ২০ মিনিটের মধ্যে পতন শুরু হয়। মাঝখানে কিছুক্ষণ সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সূচক নেতিবাচক রেখে পুঁজিবাজার হয়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি টাকা ৩২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত ৫১টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট কমে প্রায় একহাজার ৪৩১পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি ৯ লাখ টাকা বেড়ে ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৯ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে।