মুনাফা বেড়েছে রিলায়েন্স ওয়ানের

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের গত বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 10:29 AM
Updated : 23 Jan 2018, 11:01 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ৬টি মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাকি ফান্ডগুলো হলো- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ড

দ্বিতীয় প্রান্তিকে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের মুনাফা বেড়ে আগের বছরের চেয়ে ভাল অবস্থানে রয়েছে।

অক্টোবর-ডিসেম্বর সময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা।

এদিকে জুলাই-ডিসেম্বর সময়ে ছয় মাসে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৪১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল প্রায় ৩৭ পয়সা মুনাফা।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়ে ছয় মাসে লোকসান থেকে মুনাফায় রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ডিবিএইচ ফান্ডের ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৩৬ পয়সা, যা আগের বছর প্রায় ৮ পয়সা লোকাসানে ছিল।

অক্টোবর-ডিসেম্বর সময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ১৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল প্রায় ৪ পয়সা।

গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের চেয়ে ভাল অবস্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

এসময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল প্রায় ১১ পয়সা লোকসানে।

দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে প্রায় ২২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ পয়সা।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা বেড়ে হিসাব বছরের প্রথম নয় মাসে আগের বছরের চেয়ে ভাল অবস্থানে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

৯ মাসে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ২৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ পয়সা।

তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৩২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল প্রায় ৩ পয়সা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়ে ৯ মাসে আগের বছেরের চেয়ে ভাল অবস্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।

নয় মাসে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ২৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল প্রায় ১৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে প্রায় ৩১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১১ পয়সা।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান

এলআর গ্লোবালের লোকসান হয়েছে ১ পয়সার কম।

প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে প্রায় ১ পয়সার কম (.০০৪ টাকা), যা আগের বছর একই সময় লোকসান ছিল প্রায় ৫ পয়সা।