১-৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আয়োজনে আগামী ১-৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ সিএসই পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 12:22 PM
Updated : 23 Jan 2018, 06:53 AM
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসই কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মেলার সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সমাপনী অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন বক্তব্য রাখবেন ।

মেলার প্রথম দিন ‘পুঁজিবাজারের মাধ্যমে অবকাঠামো অর্থায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য আনোয়ারুল কবির।

আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. হেলাল নিজামী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুচ ছালাম, রূপালী ব্যাংকের পরিচালক মো. সেলিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন সিএসই প্রেসিডেন্ট একেএম আবদুল মোমেন।

দ্বিতীয় দিন আরেকটি সেমিনার হবে, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার।

‘পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষকে এই সেমিনারে আলোচনায় অংশ নেবেন বিএসইসি কমিশনার স্বপন কুমার বালা এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট মোট ৮০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।