সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 07:55 AM
Updated : 22 Jan 2018, 07:55 AM

রোববার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় দুই বাজারে হাতবতল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বেড়েছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১১৬ পয়েন্টে।

এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ১৮৯টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।